Don't Remember | মনে পড়ে না
Wednesday, 27 December 2017
Comment
Don't Remember | মনে পড়ে না
Don't Remember - মনে পড়ে না; জানিনা আর কতদিন নীরবে, সবার অগোচরে চোখের জল ফেলতে হবে। জানিনা আর কতটা জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতটা ভালোবাসি তোমায়?
শুধু একটা কথাই বলবো যতদিন বাঁচবো ততদিন আমার বুকের বাম পাশের একটা অংশে রাজকুমারি হয়ে থাকবে তুমি।
হয়তো আমায় ভুলে গেছো, না হয় কোনদিন আমাকে মনেই রাখনি।
সত্তি কথা বলতে- (Don't Remember)
তোমাকে মনে পড়ে না এমন কোন মুহূর্ত নেই।
আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না।
মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।
আজ ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী করে ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোঁখের জল ।।
মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।
আজ ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী করে ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোঁখের জল ।।
0 Response to "Don't Remember | মনে পড়ে না "
Post a Comment