
You didn't Come Back | তুমি ফিরে এলে না
Tuesday, 22 September 2020
Comment
You didn't Come Back | তুমি ফিরে এলে না
একটা আকাশ হেরে গেলো
হারিয়ে তার মন.
হারিয়ে তার মন.
অন্য আকাশ হঠাৎ হল চাঁদের প্রিয়জন.
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ.
ছিলে না তুমি পাশে.
ছিল বিষন্ন সে রাত।
আমি কেঁদেছি তোমাকে ভেবে.
আমি কেঁদেছি তোমাকে ভেবে.
তুমি ফিরে এলে না.
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না।
তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়.
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়।।
0 Response to "You didn't Come Back | তুমি ফিরে এলে না"
Post a Comment